Pirojpur Correspondent:
পিরোজপুরে হারানো ২৫টি মোবাইল ফোন ও ২টি হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মালামাল হস্তান্তর করেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
তিনি জানান, জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে করা জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলগুলো উদ্ধার করে। একইসাথে হ্যাক হওয়া দুটি ফেসবুক অ্যাকাউন্টও উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার আরও জানান, “পুলিশ শুধু অপরাধ দমন নয়, জনসেবামূলক কাজেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।”