Mr. Mizanur Rahman Badal, Manikganj:
সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় মাঠটি যেন পুকুরে রূপ নিয়েছে, ফলে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী পড়েছে চরম দুর্ভোগে।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পুরো মাঠ পানিতে ডুবে গেছে। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পশ্চিম পাশে শহীদ রফিক স্মরণী সড়ক ও উত্তরে পৌরবাজার থাকলেও নিচু জায়গা হওয়ায় পানি জমে রয়েছে। মাঠের দক্ষিণ পাশে থাকা ৪-৫টি চায়ের দোকানেও পানি ঢুকে পড়েছে, ফলে দোকানগুলো বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের দুর্ভোগ:
শিক্ষার্থীরা জানান, বৃষ্টির পর মাঠে হাঁটুপানি জমে থাকে। ঘাস ও আগাছা পঁচে দুর্গন্ধ ছড়ায়, and মশার উপদ্রব বেড়েছে, ফলে ডেঙ্গু আতঙ্কে ভুগছে সবাই। খেলার মাঠ হিসেবে ব্যবহৃত জায়গাটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য:
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরিফুর রহমান Tell me,
“মাঠের পানি নিষ্কাশনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। দ্রুত ড্রেন নির্মাণ করে সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ Said,
“বর্তমানে মাঠ পানিতে ভর্তি। পানি শুকিয়ে গেলে টেকসই ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি:
পৌরসভার নাকের ডগায় এমন অব্যবস্থাপনা দেখে অনেকেই পৌর প্রশাসনের গাফিলতির অভিযোগ করেছেন। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা দ্রুত মাঠ সংস্কার ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন।