Md. Monir Hossain Sohel, Chatkhil Correspondent:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল (ভারপ্রাপ্ত) সভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, “সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন। অন্যথায়, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বিএনপি নির্বাচন আদায় করে নিবে।”
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চাটখিল উপজেলার আজিজ সুপার মার্কেট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চাটখিল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
“মানুষ ভোট দিতে চায়, আর কালক্ষেপণ চলবে না”
মামুন বলেন, “বিগত দেড় যুগ ধরে দেশের মানুষ নির্বাচন বঞ্চিত। ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়নি কেউ। তাই এখন সাধারণ মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে।” তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।”
অপকর্মকারীদের বিরুদ্ধে সতর্ক বার্তা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুনুর রশিদ মামুন বলেন, “দেশনায়ক জিয়াউর রহমানের আদর্শ অমান্য করে কেউ বিএনপির নাম ব্যবহার করে যদি কোনো অপকর্মে জড়ায়, তাকে ছাড় দেওয়া হবে না।”
পরিশেষে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে নির্দেশ দেন তিনি।
সংবর্ধনা ও নেতাকর্মীদের অংশগ্রহণ
Before this নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিম-কে সংবর্ধনা জানানো হয়।
সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
- নবনির্বাচিত সদস্য গোলাম মোস্তফা সেলিম
- সৌদি আরব বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম
- চাটখিল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী
- সাবেক ছাত্রদল নেতা জিএস ফরিদ
- ছাত্রদল নেতা দিলদার হোসেন দিদার Others.
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।