Staff Correspondent:
ভোলা জেলার সার্বিক উন্নয়ন, শিল্পায়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে “ভোলা জেলা উন্নয়ন শীর্ষক” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এই সভার আয়োজন করে দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোরাম.
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নূর মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
- আলহাজ্ব নাজিম উদ্দিন আলম, সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস
- হায়দার আলী লেলিন, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি
- ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্র
- ভোলা জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভা সঞ্চালনা করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ মোস্তফা।
সভায় বক্তারা ভোলা জেলার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন পরিকল্পনা, শিল্পায়নের সম্ভাবনা, শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ভোলার গ্যাস ভোলাতেই রেখে স্থানীয় জনগণের স্বার্থে ব্যবহারের ওপর জোর দেন।
১৩ দফা দাবি:
সভায় নাগরিক ঐক্য ফোরামের পক্ষ থেকে ভোলার উন্নয়ন সংক্রান্ত ১৩ দফা দাবি উত্থাপন করা হয়। এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বলেন,
“দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের ১৩ দফা দাবির সঙ্গে আমি একমত। এগুলো ভোলাবাসীর প্রাণের দাবি ও মৌলিক অধিকার। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এসব দাবি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
বিশেষ অতিথি নাজিম উদ্দিন আলম Said,
“ভোলাকে একটি শিল্পনগরীতে রূপান্তর করতে চাই। স্থানীয় গ্যাস দিয়ে স্থানীয় শিল্প গড়ে তুলব এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। এতে বেকারত্ব হ্রাস পাবে।”
আলোচনা সভা শেষে বক্তারা ঐক্যবদ্ধভাবে দ্বীপজেলা ভোলার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
প্রতিবেদন প্রেরক:
মোঃ মোস্তফা
প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব
দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোরাম