অংবাচিং মারমা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের নিয়াংক্ষ্যাং পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১০ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোলার পাওয়ার সিস্টেম থেকে আগুনের সূত্রপাত হয়।
বাড়ির মালিক উক্যথোয়াই মারমা জানান, ঘটনার সময় তিনি ও তার স্ত্রী জুমে কাজ করতে ঘর বন্ধ করে বাইরে ছিলেন। এ কারণে ঘরের ভেতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। তার দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ উক্যথোয়াইয়ের বাড়ি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের শব্দে পার্শ্ববর্তী বাসিন্দারা জেগে ওঠেন এবং তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে চেষ্টা করেন।
খবর পেয়ে রুমা মুননুয়াম ক্যাম্প থেকে সেনাবাহিনীর ৩৬ বীর এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় জনগণের সম্মিলিত চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর জানান, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর আমরা দ্রুত পেট্রোল টিম ও ফায়ার সার্ভিস পাঠিয়েছি। সম্মিলিত প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।”
ঘটনার বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।