Satyajit Das (Moulvibazar Correspondent):
পবিত্র রমজান মাস ঘিরে বাংলাদেশের কাঁচাবাজারে লেবুর মূল্য বেড়ে গেছে। ভিটামিন-সি সমৃদ্ধ এই ফলের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেলেও সরবরাহ সংকটে বাজার অস্থির হয়ে উঠেছে।
শ্রীমঙ্গল,যা বাংলাদেশের লেবু উৎপাদনের জন্য সুপরিচিত,সেখানকার পাইকারি বাজারে বর্তমানে পর্যাপ্ত লেবু নেই। ব্যবসায়ীরা বলছেন,একদিকে বৈরী আবহাওয়া,অন্যদিকে উৎপাদন কমে যাওয়ায় লেবুর দাম লাগামছাড়া হয়ে উঠেছে। যেখানে কয়েক মাস আগেও প্রতি পিস লেবু ৫-৭ টাকায় পাওয়া যেত,এখন সেই একই লেবু ১৫-২০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন,ঢাকাসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে শ্রীমঙ্গলের লেবুর ব্যাপক চাহিদা থাকলেও সরবরাহ পর্যাপ্ত নয়। পাইকারি বাজারে প্রতি দুই হাজার লেবুর দাম ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে, যা মাত্র কয়েক মাস আগেও ছিল ৭-৮ হাজার টাকা।
লেবু চাষিরা বলছেন,শীত মৌসুমের কুয়াশা ও পর্যাপ্ত সেচের অভাবে এবার ফলন প্রত্যাশার চেয়ে কম হয়েছে। গাছে লেবুর সংখ্যা কম থাকায় বাজারে চাপ আরও বেড়েছে। তবে তারা আশা করছেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ফলনের পরিমাণ বাড়লে দাম কিছুটা স্বাভাবিক হবে।
অর্থনীতিবিদরা মনে করেন,লেবুর মতো মৌসুমি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। শ্রীমঙ্গলে একটি হিমাগার স্থাপনের পরিকল্পনা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। কৃষি বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা না হলে প্রতি বছরই এ ধরনের সংকট দেখা দিতে পারে।
লেবুর বাড়তি দামের কারণে ভোক্তারা যেমন দুর্ভোগে পড়েছেন,তেমনি চাষিরাও লাভের মুখ দেখছেন না। বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
One attachment
• Scanned by Gmail