মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি
প্রচণ্ড তাপদাহে সামান্য স্বস্তি দিতে মাদারীপুরের রাজৈরে মাঠে-ঘাটে কাজ করা কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্রদল।
শনিবার (১০ মে) দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য (এমপি) প্রার্থী মিল্টন বৈদ্য। রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ বিল এলাকায় সরাসরি কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।
মিল্টন বৈদ্য বলেন, “গরমে কাজ করা কৃষকরা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের কথা মাথায় রেখেই এই সামান্য সহায়তার চেষ্টা করেছি। বিশুদ্ধ পানি ও স্যালাইন হয়তো তাদের কিছুটা স্বস্তি দেবে।”
এই কর্মসূচিতে রাজৈর ও সদর উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা বিভিন্ন কৃষি জমি ও মাঠ ঘুরে কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন।
স্থানীয় কৃষকেরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেন, “প্রচণ্ড রোদের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে আমরা অনেকেই দুর্বল হয়ে পড়ছিলাম। এই পানিই যেন একফোঁটা প্রাণ এনে দিয়েছে।”