ঝালকাঠি প্রতিনিধি;
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়দা প্রদান করেছে ঝালকাঠি জেলা পরিষদ। রবিবার দুপুর ১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার ৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী ও চাকুরিজীবীসহ নিহত মোট ১০ জনের পরিবারকে দুই লাখ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। জেলায় তালিকাভুক্ত ১০ জন শহীদ হলো- বালকদিয়া গ্রামের মোঃ কামাল হোসেন সবুজ, শিরযুগ গ্রামের মোঃ হৃদয় হাওলাদার, দেউলকাঠি গ্রামের মোঃ সাইফুল খান, গাবারামচন্দ্রপুরের মোঃ মিজানুর রহমান, বড় কৈবর্তখালীর মোঃ মনির হোসেন ফরাজী, চর হাইলাকাঠীর মোঃ রুবেল তালুকদার, মল্লিকপুরের মোঃ সেলিম তালুকদার, রানাপাশার মোঃ নাঈম, চেচিরামপুরের রাকিব হাওলাদার, দক্ষিণ চেচিরামপুরের মোঃ সুজন। এদের পরিবারের সদস্যরা এ চেক গ্রহন করেন।
এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধাণ নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান শাহারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ন কবীর, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন সহ শহীদ পরিবারের সদস্যরা ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাড়াতে হবে আমাদের সবাইকে। জেলা প্রশাসান সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।
S. M. Parvez