জাকির হোসেন,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে বরিশালের বানারীপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ ২০২৫ সোমবার সকাল ১০:৩০ মিনিটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে একটি র্যালি উপজেলার ভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি উত্তর উপজেলা নির্বাহী অফিসার জনাব বায়েজিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগের সাথে আমরা প্রাচীন কাল থেকেই যুদ্ধ করে আসছি। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দূর্যোগের আগাম খবর পাওয়া যাচ্ছে তাই আগে থেকে প্রস্তুতি নেয়ার সুযোগ রয়েছে। যে কোন কাজের পূর্ব প্রস্তুতি সফলতা এনে দেয়, তেমনি দূর্যোগের পূর্ব প্রস্তুতি সঠিক ভাবে নিতে পারলে ক্ষতির পরিমান কমবে, মৃত্যুর সংখ্যা কমবে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী , ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: লিটন হালদার। বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, সাংবাদিক সাইদুর রহমান, জাকির হোসেন, ইলিয়াস শেখ, তাওহিদুর রহমান, ছাত্র প্রতিনিধি সাব্বির আহম্মেদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে ও বিভিন্ন দূর্যোগের সময় আহত ব্যাক্তিদের উদ্ধারে করনীয় সম্পর্কে বিভিন্ন তথ্য ও বাস্তব মহড়া দেখান।