জয়পুরহাটের ক্ষেতলাল একই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ৭( মার্চ) উপজেলার পশ্চিম মাহমুদপুর সাঞ্জা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো সোহাগ ইসলামের ছেলে ফারহান ইসলাম (২) ও শ্যামলের ছেলে মো. শাফায়েত (১)।
জানা গেছে, বেলা ২টার সময় বাচ্চারা নিখোঁজ হলে পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে শুরু করে৷
তাদেরকে না পাওয়াই বাড়ির পাশেই তেতল তলি একটি ছোট্ট খাল রয়েছে বেলা সাড়ে তিনটায়৷ ওইখানে দেখতে পান দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্স জেলা আধুনিক হাসপাতালে রেফার করে৷
জেলা আধুনিক হাসপাতাল দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। তারা দুজনেই পানিতে ডুবে মারা যায়।
মামুদপুর ইউনিয়ন পরিষদ সাবেক ইউপিঃ সদস্য মোঃ জামান, বলেন, দুই শিশুকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি। ক্ষেতলাল হাসপাতালে নিয়ে গেছি৷ তারা জয়পুরহাট সদরে রেফার করলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা দুটিকে মৃত বলে ঘোষণা করে বাচ্চা দুটির সাথে আমি ছিলাম পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করলে আমরা বাড়িতে নিয়ে আসছি৷