Shamsul Haque Jewel, Gazipur Correspondent:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫ মার্চ রাতে ১০.৩০ মিনিট থেকে ১০.৩১ মিনিট পর্যন্ত (এক মিনিট) বিদ্যুৎ বন্ধ রেখে শোক প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ২৬ মার্চ প্রতুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শহীদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ। সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। পরে মাঠে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান করবেন উপজেলা প্রশাসন। বাদ জোহর মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসলায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালে বিশেষ খাবার পরিবেশনসহ সড়ক ও সড়ক দ্বীপ সমূহ সজ্জিত করণ, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জা করণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা শিক্ষা অফিসার নুরে-ই-জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য অফিসার মো. আলাউদ্দিন ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাজী আফতাব উদ্দিন, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী আনিসুর রহমান, জাতীয় নাগরিক পাটির নেতা রিয়াদ হাসান, শরীফুল ইসলাম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার সহ স্থাণীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।