মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসার” মসজিদ ও হিফজখানার ভবন উদ্বোধন এবং মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২০ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৩টায় মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মসজিদ ও নবনির্মিত হিফজখানার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ফাহাদ বিন আবদুর রহমান এবং ইসলামি সংগীত পরিবেশন করেন মোহাইমিনুল ইসলাম। অত্র মাদ্রাসার সভাপতি মোঃ আবদুল বারী এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাঈন উদ্দিন সাঈদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।
মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দারুল ইহসান ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মতিন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন, কুমিল্লা দারুল ইহসান ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলমগীর সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সুলতানপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহাম্মদ। এসময় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, খন্দকার মোহাম্মদ শাহজালাল, মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, মাওলানা আনিছুর রহমান, আবুল বাশার মাষ্টার, অধ্যাপক মো. আমিরুল ইসলাম, মাওলানা মো. আবদুর রহমান সরকার, মাওলানা আবু কাউছার সরকার, ইব্রাহিম খলিলসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবশেষে মাদ্রাসা ও মসজিদের সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।