দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকির লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ নাম করনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরামের আয়োজনে সেনানিবাস সংলগ্ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ারে(পাগলার মোরে) এ কর্মসূচিতে সর্বস্তরের শতাধিক লোকজন অংশ গ্রহণ করে।
উক্ত মানববন্ধনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও দুমকি উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, দুমকি উপজেলা বিএনপির অন্যতম সদস্য মতিউর রহমান দিপু, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন, দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরিফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফ, জমি দতা
সদস্য প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নামে থাকা পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’। পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ। আগামী এক সপ্তাহে মধ্যে নাম পরিবর্তন করে পটুয়াখালী সেনানিবাস না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।