Md. Hamidur Rahman Limon, Crime Reporter:
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বিবিএল-২ ইটভাটায় অভিযান পরিচালনা করে ভেঙ্গে ফেলা হয় ভাটাটির চিমনি। মাত্র ৫ দিনের মাথায় সেটি আবার নির্মাণ করা হচ্ছে। এনিয়ে সচেতন মহলে ও স্থাণীয় জনগণের মধ্যে বিপরীদ প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে। অনেকেই বলছেন, যদি ভেঙ্গেই ফেলা হয় তবে কেন ? কী ভাবে সেটি আবার নির্মাণ করা হচ্ছে। তবে কী প্রশাসন ম্যানেজ করেছে কর্তৃপক্ষ?
জানা গেছে, গত ৪ মার্চ রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা এবং অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ দূষণকারী বিবিএল-২ ইটভাটার চিমনী ভেঙ্গে দেন। ফলে স্বত্বি ফিরে আসে জনমনে।
সম্প্রতি গিয়ে দেখা গেছে মাত্র ৫ দিনের মাথায় আবার ভেঙ্গে ফেলা চিমনিটি নির্মাণ করা হচ্ছে। সাংবাদিক পরিচয়ে সেখানে গেলে দায়িত্বে থাকা ম্যানেজার নিজের নামটিও জানাননি। যা ইচ্ছে করেন। আমরা মৌখিক অনুমতি নিয়েছি। সংবাদ করলে দেখে নেয়ার হুমকী প্রদান করেন তিনি।
সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী ও সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন মাঠ সাংবাদিক হামিদুর রহমান লিমনকে হুমকী প্রদান করার তীব্র নিন্দা জানান। একই সাথে চিমনি নির্মাণ বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।