Md. Hamidur Rahman Limon, Crime Reporter:
লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় লাইসেন্স না থাকায় ইটভাটার কার্যক্রম বন্ধ করে এস্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলা দলগ্রাম শ্রীখাতায় অবস্থিত কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ নামে ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন- পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন চন্দ্র রয়, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার- সিফাত আনোয়ার তুমপা বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ও শ্রুতিধর এলাকায় লাইসেন্স ব্যাতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে, মেসার্স এমজেএ ও বিবিএমসি ইটভাটা গুলো এস্কেভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লী ভেঙে ধ্বংস করে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।