মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
মিটফোর্ডের সামনে ব্যাবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে ১১ জুলাই শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা ৯ টায় মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতাল প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ‘যুবদলের অনেক খুন,
পাথর দিয়ে মানুষ খুন’, ‘বিএনপির অনেক গুণ,১০ মাসে ১৫০ খুন’, ‘মিডফোর্ডে হত্যা কেন, তারেক রহমান জবাব দে’ ‘বিএনপি,ভুয়া’ ‘জিয়ার সৈনিক,চাদা তোলে দৈনিক’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
সংক্ষিপ্ত সমাবেশে জবির ১৪ ব্যাচের ছাত্র ও শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “৯ জুলাই হত্যার ভিডিও কেন ২ দিন পর আমাদের সামনে আসে। যুবদল কর্তৃক চাদার জন্য যেই বর্বোরচিত হামলা করা হয়েছে আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ইন্টেরিম সরকারকে অনুরোধ করবো আপনারা যতদ্রুত সম্ভব এই হত্যার বিচার করেন।”
জবি ১৫ ব্যাচ এর ছাত্র ও বৈষম্যবিরোধী নেতা নূরনবী বলেন,”আমরা এই ভিডিওটি যতবার দেখেছি ততবার মনে হয়েছে ঠিক যেভাবে ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎ কে হত্যা করেছে যুবদল মিটফোর্ড এ একই কাহীনির পুনরাবৃত্তি করেছে। আওয়ামী ফ্যাসিস্ট যে কাজ গুলো করছে ঠিক তাই আপনারা করছেন। ১০ মাস যেতে না যেতেই আপনারা নিজ দলের নেতাকর্মীদের হত্যা করেছেন। আমরা বলে দিতে চাই ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছি আমরা বাধ্য হবো তোমাদেরকেও বিতারিত করতে।”
জবি শিক্ষার্থী রায়হান হোসেন রাব্বি বলেন, “অভ্যুত্থানের ১ বছর পূরন না হতেই মানুষের সামনে মানুষকে পাথর দিয়ে খুন করা হচ্ছে চাদার জন্য। আমরা মনে করি যে দল এই খুনের সাথে জড়িত তারা জুলাইকে ধারন করে না। যুবদল, বিএনপি যদি এই খুনের বিচার না করে তাহলে বাংলাদেশের তাদের রাজনীতি নিয়ে আমরা প্রশ্ন করবো।”
সম্প্রতি, ৯ জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে যুবদল কর্তৃক এক ব্যাবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়।