বাউফল প্রতিনিধি:
আজ ৭ মে (বুধবার) সকালে বাউফলে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। নারী শ্রমিক দল এই কর্মসূচির আয়োজন করেছে, যা “স্ট্যান্ড ফর হারল্যান্ড ক্যাম্পেইন” এবং এএআলআরডি সহায়তায় স্পিড ট্রাস্ট বাস্তবায়ন করছে। এই কর্মসূচি কমিউনিটি পর্যায়ে নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূরীকরণ এবং কাজের পরিবেশের উন্নতির জন্য কাজ করছে।
দিবসটি পালনের জন্য আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাসলিমা বেগম। এছাড়া বক্তব্য রাখেন কৃষি অফিসার জয়নাল আবেদীন, প্রাণী সম্পদ দপ্তরের সার্ভিস প্রদানকারী সাকিবা বেগম, মালিক আলম সওদাগার, স্পিড ট্রাস্টের প্রতিনিধি সাইফুল ইসলাম এবং সালমা বেগম। শ্রম দিবসের ধারণাপত্র উপস্থাপন করেন আসমা বেগম।
এই কর্মসূচি শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে এবং তাদের কাজের পরিবেশ উন্নত করতে সচেতনতা বৃদ্ধি করেছে।
Saiful Islam, Baufal Correspondent