Satkhira Correspondent:
সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার জন্য ঐক্যের বিকল্প নেই। বিগত সরকারের আমলে সাংবাদিকদের কোনঠাসা করতে যেমন দলীয় ট্যাগ দেওয়া হতো, পট পরিবর্তনের পরও তার ধারাবাহিকতা অব্যাহত আছে।মব ভায়োলেন্সের ভয়ে সেলফ সেন্সরশিপ সাংবাদিকতা ও সংবাদ মাধ্যমগুলোকে আষ্ঠেপৃষ্ঠে বেঁধে ফেলছে। কিন্তু এ কথা মনে রাখতে হবে যে, স্বাধীন সাংবাদিকতার অনুপস্থিতি রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়।
শনিবার (৩ মে) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরার সাংবাদিক সমাজ এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
একই সাথে সাংবাদিকদের উপর সকল প্রকার নির্যাতন, নিপীড়ন ও হয়রানিমূলক মামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে।স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, সেসব ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব,ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্নে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
আলোচনা সভায় বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম ও বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির কচির সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী।
বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ,দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী,দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টিফোর-এর আমিনা বিলকিস ময়না, দৈনিক কল্যাণ’র কাজী শওকত হোসেন ময়না,দৈনিক নিরপেক্ষ’র অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, বৈশাখী টিভি’র শামীম পারভেজ,বাংলাদেশ সংবাদ সংস্থার আসাদুজ্জামান,কালের কন্ঠের মোশাররফ হোসেন,আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, দৈনিক জনতার কালিদাস রায়, ৭১ টিভির বরুণ ব্যানার্জী, দ্য কান্ট্রি টুডে’র এসএম শহীদুল ইসলাম, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, বাংলাদেশের খবর’র আব্দুস সামাদ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসি’র এম বেলাল হুসাইন, দৈনিক সংগ্রামের আবু সাঈদ বিশ্বাস,বাংলা ট্রিবিউন-এর আসাদুজ্জামান সরদার, এনটিভির এস এম জিন্নাহ, মাই টিভির ফয়জুল হক বাবু, দৈনিক বাংলার আবু সাইদ, দৈনিক যুগান্তর’র মোজাহিদুল ইসলাম, মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়,ঢাকা পোস্ট-এর ইব্রাহিম খলিল,দৈনিক সাতনদী পত্রিকার জহুরুল কবির, গ্লোবাল টিভির রাহাত রাজা,সংবাদ প্রকাশের রিজাউল করিম, স্বদেশ প্রতিদিন পত্রিকার হাবিবুর রহমান সোহাগ,দ্য এডিটরস এর মেহেদী হাসান শিমুল, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় অপূর্ব, সাংবাদিক রোকনুজ্জামান টিপু, শাহজাহান মিটন,আরিফুল ইসলাম, মুনসুর রহমান, ফিরোজ হোসেন, মিলন রুদ্র, আসাদুজ্জামান খান প্রমুখ।
SM Habibul Hasan
Satkhira Correspondent