রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে বোরো ধান কাটায় ব্যস্ত ৩০০ কৃষকের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের গুনধর এবং বারগরিয়া ইউনিয়নের হাওরাঞ্চলে উপজেলা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

জানা গেছে, বৈশাখ মাসের কাঠফাটা রোদের মধ্যে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। কৃষকদের তৃষ্ণা মেটাতে ও বৈশাখ মাসের কাঠফাটা রোদ থেকে পরিত্রাণের কথা চিন্তা করে জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর এবং বারগরিয়া ইউনিয়নের হাওরাঞ্চলের কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে উপজেলা শাখ ছাত্রশিবির।
এসময় ছাত্রশিবির করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি হাবিবুর রহমান সাঈদ, অর্থ সম্পাদক আতিকুল ইসলাম রাকিব, অফিস সম্পাদক নাজমুল ইসলাম, সাহিত্য সম্পাদক হাফেজ কেফায়াতুল্লাহ, গুনধর ইউনিয়ন শাখার সভাপতি মো. সানাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রশিবির করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক বলেন, ছাত্রশিবির ছাত্র-অঙ্গনে কাজ করলেও দ্বায়িত্ব- অনুভূতির জায়গা থেকে কৃষকদের পাশে রয়েছে। আমাদের আজকের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কিছুটা হলেও বৈশাখ মাসের কাঠফাটা রোদ থেকে কৃষকদের পরিত্রাণ দিবেন। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে কৃষক ভাইয়রা ন্যায্য অধিকার ফিরে পাবে।