Saiful Islam, Baufal Correspondent:
পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত শাহ আলম রাঢ়ী (৫৭) মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। জানা গেছে, গত ২৩ মার্চ বাউফল সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শাহ আলম রাঢ়ীর সঙ্গে প্রতিবেশী গোবিন্দ, বিধান, রাজু ও হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে শাহ আলম রাঢ়ী মারাত্মকভাবে আহত হন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাৎক্ষণিকভাবে তাঁকে বরিশাল ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
ঘটনার পর ২৪ এপ্রিল শাহ আলম রাঢ়ীর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি মারামারির মামলা দায়ের করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “আঘাতের কারণে শাহ আলম রাঢ়ীর ব্রেইনে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।”
বাউফল থানার নবাগত ওসি আখতারুজ্জামান প্রতিনিধিকে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। এর মধ্যে দুজন জামিনে মুক্ত হয়েছে, একজন হাজতে রয়েছেন।”