Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারে জনস্বাস্থ্য রক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোজ্য তেলে ভিটামিন “এ” ফোর্টিফিকেশন সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থা GAIN (Global Alliance for Improved Nutrition)-এর যৌথ আয়োজনে “Capacity Building and Dissemination Workshop on Edible Oil Fortification in Bangladesh” শীর্ষক এ কর্মশালা হয়।
অনুষ্ঠানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জাকারিয়া হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, পরিসংখ্যান কর্মকর্তা মো. নুরুজ্জামান, জেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলামিন।
কর্মশালায় জেলার ব্যবসায়ী,গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোজ্য তেলে ভিটামিন “এ” যুক্তকরণ এবং এ সংক্রান্ত আইন ও নীতিমালার গুরুত্ব তুলে ধরেন।