স্টাফ রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা, ফরিদপুর:
চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের চরভদ্রাসন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
রবিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজার এলাকার অবৈধভাবে রাস্তায় গড়ে ওঠা দোকানের বর্ধিতাংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেরি ফেরি ও তোহা ভুক্ত বেশ কয়েকটি দোকান রাস্তার ওপর বর্ধিতাংশ নির্মাণ করায় বাজারে চলাচলে জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে। কাঁচাবাজারসহ পুরো বাজার এলাকাজুড়ে এই অব্যবস্থাপনার কারণে যান চলাচল এবং জনসাধারণের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
বিষয়টি নিয়ে সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যাপক আলোচনা হয়। এরপরই ইউএনও মনিরা খাতুন সরেজমিনে বাজার এলাকা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেন।
অভিযানকালে মাইকিং করে সকল দোকানদারকে তাদের দোকানের বর্ধিতাংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে বাজারে যাতায়াতকারী জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য, আনসার ও ভিডিপির কর্মকর্তা কুসুম কুমার রায়, চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলমগীর মোল্লা, ইউএনও’র সহকারী উজ্জ্বল হোসেন, বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
বাজার সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনওর এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানান।