মহেশপুর (ঝিনাইদহ):
২০২৫-২৬ অর্থবছরের জন্য ঝিনাইদহের মহেশপুর পৌরসভা ৫৫ কোটি ৯ লাখ ৫১ হাজার ২২৪ টাকার বাজেট ঘোষণা করেছে। সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক খাদিজা আক্তার.
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসক খাদিজা আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সষ্টি চরন রায় চৌধুরী। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন:
- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদ হেদায়েত বিন সেতু
- পৌর প্রকৌশলী সোহেল রানা
- পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
- পৌর জামায়াতের আমীর নওফেল ইসলাম
- স্থানীয় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রেস ক্লাবের প্রতিনিধিরা
বাজেটে অবকাঠামোগত উন্নয়ন, পানি ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পৌরসভার ডিজিটালাইজেশনসহ নানা খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।