নেত্রকোণা প্রতিনিধিঃ
দেশেব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছে নেত্রকোণার মদন উপজেলার ইয়ুথ সার্কেল ফাউন্ডেশনের। শনিবার সকালে পৌর শহরে সংগঠনে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে মদন প্রেসক্লাবের সামনে ব্যানার ও হাতের লেখা পোষ্টার হাতে আধর্ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। সংগঠনে সভাপতি সাব্বির হোসেন সাজু জানান, সারাদেশে একের পর ধর্ষণ ও নারী প্রতি সহিংসতা বেড়েই চলেছে আমরা এরি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি।মানববন্ধন কর্মসূচি আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখে, সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল আলিম রাজু,মাইনুল হোসেন, মোফাজ্জল হোসাইন,সাইমন আহম্মেদ,কাওছার, বিল্লাল, রকি, আফরিন আক্তার,নাফিসা, তানজিনা নেভি প্রমূখ।