Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জের সিংগাইরে জনৈক এক কাজের মেয়েকে(১৫) ধর্ষণের অভিযোগ ওঠেছে বিবাহিত এক লম্পটের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের বসত বাড়ীতে।ভিকটিম এ ঘটনায় মুখ খুলার চেস্টা করলে স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার চেস্টা করেছেন। মিমাংসা না হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে ভিকটিমের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে সোমবার(১০ মার্চ) সিংগাইর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
ভিকটিমের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর গ্রামে। অভিযুক্ত লম্পট বাচ্চু মিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের মৃত.আব্দুল হালিমের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানাযায়, লম্পট বাচ্চু মিয়া উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আমিনুল ইসলামের বাড়ীর একতলা বিল্ডিং ভাড়া নিয়ে বসবাস করতেন। স্ত্রী সন্তান নিয়ে বেশ কিছু দিন আগে ঢাকায় মাছের ব্যবসা করে আসছিলো। এর মধ্যে প্রায় ২ মাস পূর্বে লম্পট বাদীর মেয়েকে তার বর্তমান ঠিকানার বাসায় গৃহকর্মী (কাজের মেয়ে) হিসেবে নিয়ে আসে। কাজে আনার পর সুকৌশলে তার স্ত্রীকে বিভিন্ন কাজের অজুহাতে বাসা হতে বাহির করে দিয়ে বিভিন্ন প্রলোভনসহ ভয়-ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৩১ জানুয়ারি বিকাল আনুমানিক ৪ টার দিকে ভাড়া বাসায় পরিবারের কেউ না থাকায় জোরপূর্বক উক্ত কক্ষের খাটে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে উপর্যুপরি ধর্ষণ করে। বিষয়টি লম্পট বাচ্চু স্থানীয়দের সহায়তা ধামাচাপা দেয়ার চেস্টা করলে শেষ পর্যন্ত রক্ষা পাইনি।
অভিযুক্ত বাচ্চু মিয়ার বাসায় গেলে সে পলাতক রয়েছে বলে তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন,৯(১) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জোড় চেস্টা চলছে।