Jhalakathi Representative:-
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় দুস্থ, অসহায় কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন উপহার দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত, টিআইবি, ব্র্যাক, দেশ বাংলা ফাউন্ডেশন, কিশোরী ক্লাব, ঝালকাঠিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সচেতন নাগরিকবৃন্দ।
জাতিসংঘ ঘোষিত এ বছরের প্রতিপাদ্য “For ALL Women and Girls: Rights. Equality. Empowerment” বা “অধিকার, সমতা, ক্ষমতায়ন
নারী ও কন্যার উন্নয়ন”—এই আদর্শকে ধারণ করে আলোচনা সভায় নারীর অধিকার, অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। কর্মজীবী নারীদের জন্য কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা নামাজ ও প্রার্থনার স্থান নিশ্চিতকরণসহ নারীর গৃহস্থালি কর্মের যথাযথ মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক জেন্ডার বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের ৪০ ধাপ অবনমন এবং এসডিজি অগ্রগতি প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী বর্তমান গতিতে অগ্রগতি চলতে থাকলে লিঙ্গ সমতা অর্জনে বাংলাদেশকে প্রায় ৩০০ বছর অপেক্ষা করতে হতে পারে—এমন তথ্য উঠে আসে আলোচনায়।
এ প্রেক্ষাপটে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য প্রযুক্তি, শিক্ষাব্যবস্থা ও উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।
নারী-পুরুষ সমতা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কাঠামোগত পরিবর্তন জরুরি।