সিলেট ব্যুরো:- সিলেটে-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত পৌনে ১০ টার দিকে সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বলাউরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী বলাউরা বাজার সংলগ্ন এলাকার কসরপুর গ্রামের মৃত্যু জমির আলীর ছেলে রুবেল আহমেদ (২০) ও তার চাচাতো ভাই একই গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুস সালেক (২০)।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, দুর্ঘটনার সময় সিএনজি অটোরিকশায় চালক ছাড়াও ৫ জন যাত্রী ছিলেন। বাকিরা গুরুতর আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর জানান, রাত পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে মামুন পরিবহনের বাস (ঢাকা মেট্রো ন-১২-১৯৫১) ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রুবেল ও তার চাচাতো ভাই সালেক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।