Faridpur District Representative:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ইসলামী এজেন্ট ব্যাংকিংয় থেকে ৮১ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের এজেন্ট ব্যাংকিংয়ের ওই শাখায় শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ ব্যাংকিং এজেন্টের।
ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এজেন্ট ব্যাংকিং শাখার মালিক আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, রবিবার সকালে অফিসে গিয়ে তারা দেখতে পান ব্যাংকের টাকা চুরি হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অফিসের স্টাফরা সবকিছু ঠিকঠাক করে রেখে বাসায় চলে যায়। রবিবার সকালে অফিসে এসে তারা সবকিছু অগোছালো দেখতে পায়। তিনি আরো বলেন গত ২৬/০২/২০২৫ইং রোজ বুধবার রাতে চোর দলের একটি চক্র ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চরভদ্রাসন বাজার আউটলেট শাখায় কেচি গেটের তালা ভেঙ্গে ঢুকার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুনরায় গত০২/০৩/২০২৫ তারিখ রোজ রবিবার রাতে টয়লেটের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করে ব্যাংকের প্রতিটি টেবিলের ড্রয়ার ভেঙে খুচরা টাকা 23410 ও বৈদেশিক মুদ্রা 100ডলার ও 200 ইউরো এবং ব্যাংকের সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায় ।পরবর্তী তে সকালে চরভদ্রাসন থানার পুলিশ কে অবগত করানো হয় এবং ব্যাংকের পরামর্শে থানায় মামলা দায়ের করা হয় ।
জানতে চাইলে চরভদ্রাসন থানার ওসি মো:রজিউল্লাহ খান বলেন,
‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির যেসব নমুনা পাওয়া গেছে, তা নিয়ে কিছুটা সন্দেহ আছে। তারপরও যাচাই করে দেখছি, ঘটনার তদন্ত চলছে।