কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে ” শিশু অধিকার জানি, অন্যকে জানাই”এ প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। সংস্থার মৌলভীবাজার সিডিপি কার্যালয় প্রাঙ্গণে একে বাংলা স্কুলের শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় সকাল এগারোটায় শুরু হয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আবৃত্তি, গান,নৃত্য ও নাটক পরিবেশিত হয়। পরে প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিসির চেয়ারপার্সন তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী আব্দুস সালাম, সিডিসি সদস্য সাংবাদিক শাব্বির এলাহী, শিক্ষক ইন্দ্রজিত সিংহ, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুস সালাম খোকন প্রমূখ। পুরো অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজান ও সংস্থার প্রোগ্রাম ফ্যাসিলিটিটর আব্দুর রহমান ফাইয়াজ।
Shabbir Elahi, Kamalganj