Satyajit Das (Moulvibazar Correspondent):
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র ও সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম দফায় ১৬ জনের হাতে বিনামূল্যে স্বাস্থ্যকার্ড তুলে দেওয়া হয়েছে।
রবিবার (৪ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন ব্যক্তিগতভাবে কার্ডগুলো বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ মামুনুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ,প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ,সিনিয়র সাংবাদিক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল সহ আহত আন্দোলনকারীদের কয়েকজন;হাসানুল বান্না সজিব,অপু আলম,সালেহ আহমদ,শাহ জামাল প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,“জুলাই-আগস্টের গণজাগরণে ছাত্র-জনতার অবদান ছিল ঐতিহাসিক। তাদের আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। সরকার নিশ্চিত করছে, আহতদের যেন চিকিৎসা ব্যয় কোনো বাধা না হয়ে দাঁড়ায়। তাই এই স্বাস্থ্যকার্ডের মাধ্যমে তারা সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা পাবেন।”
তিনি আরও জানান,তালিকাভুক্ত ও গেজেটভুক্ত বাকি আহতদের পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে।
এই স্বাস্থ্যকার্ড উদ্যোগকে স্থানীয় মহল সাধুবাদ জানিয়েছে,যা রাষ্ট্র ও জনগণের মধ্যে দায়িত্বশীলতার সেতুবন্ধ গড়ে তুলবে বলেও অনেকে মনে করছেন।