Sylhet
হাওড়ে গাভিকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্র মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৬টায় সুনামগঞ্জের শাল্লায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে ওই কলেজছাত্র নিহত হন।
মৃত রিমন শাল্লার আটগাঁও গ্রামের আবু জাহেদ তালুকদারের ছেলে। তিনি শাল্লা কলেজর শিক্ষার্থী ছিলেন।
রিমনের চাচা শাল্লা কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ তালুকদারের বরাত দিয়ে সোমবার সকালে শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শাল্লা কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ তালুকদার জানান, সোমবার ভোরে গ্রামের পাশে বুড়ি জাঙ্গাল হাওড়ে রিমন বাড়িতে লালন করা গাভিকে (গবাদিপশু) ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান। এরপর বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে রিমন ওই হাওড়েই মারা যান। একই সঙ্গে বজ্রপাতে গাভিটিও মারা যায়।