চাইথোয়াইমং মারমা, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে “রবীন্দ্র জন্মজয়ন্তী ১৪৩২” উপলক্ষে ১২ মে (সোমবার) সন্ধ্যা ৭টায় আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নটরাজ, অচলায়তন O ফাল্গুনী থেকে নির্বাচিত অংশ নিয়ে সাজানো হয় আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নাট্যদর্শন ও সাহিত্যচিন্তা নিয়ে আলোচনা করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।
একক সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী পূরবী বড়ুয়া। দলীয় সংগীত পরিবেশন করে আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন ‘বিশ্বতান’। দলীয় নৃত্যে অংশ নেয় নৃত্য সংগঠন ‘নৃত্যধ্বনি’। বোধনের সদস্যরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতান-এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, সহ-সভাপতি ফারহানা আফরোজ, সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক দাশ, সাংগঠনিক সম্পাদক নিভু সেন, সাংস্কৃতিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য্য, আপ্যায়ন সম্পাদক পম্পি চৌধুরী এবং দপ্তর সম্পাদক সাংবাদিক হৈমন্তী দাশ।
শিল্পীদের মধ্যে আরও অংশ নেন: রুনা বড়ুয়া, আলেয়া বড়ুয়া, অর্পিতা আইচ, আদ্রিতা পাল, বিশ্বজিৎ দাশ, তুষি পাল, পার্থ রায়, জ্যোতি শর্মা, অধরা চৌধুরী, অরুন্ধতী রায় চৌধুরী, আদি সাহা ও রিমন প্রমুখ।
অনুষ্ঠানে কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিশিষ্ট সংগঠকসহ বিশালসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানজুড়ে ছিল রবীন্দ্রসঙ্গীতের সুর, কবিতার ছন্দ আর বাঙালি সংস্কৃতির প্রাণস্পন্দন।