মহানগর প্রতিনিধি:
চন্দনপাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতারণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২:০০ঘটিকার সময় রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারেরর মধ্যে ৩০ কেজি করে চাল বিতারণ করা হয়। উক্ত চাল বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম,ইউপি সদস্য মোঃ নওয়াব আলী,মোঃ ফরহাদ হোসেন,চন্দনপাট ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ।
চন্দনপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নির্দেশনায় আমাদের ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতারণ করেছি। আমরা সঠিক ও সুষ্ঠ ভাবে দুপুর ১২ টা থেকে আমরা এই চাল বিতারণ করেছি।
সুবিধাভোগীরা বলেন, এই ঝড় বৃষ্টিত হামার ঘড়বাড়ি সব ভাংঙ্গি গেইছে। হামরা মাইসের বাড়িত আছি। মানুষ হামার গুলার থাকপেইর দিছে। খাবারো দিছে। হামার গুলার এই চাউলটা পায়া উপকার হওছে। আমার এখন মাইসের বাড়িত থাকলে নিজে খাবার পামো।