মুক্তাগাছা প্রতিনিধি :
সারাদেশের ন্যায় ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তাগাছায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন ঠিকাদাররা।
রোববার সকালে পল্লী বিদ্যুৎ এর মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিনি ঠিকাদারদের সভাপতি রনি চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা দেন সিনিয়র ঠিকাদার আব্দুল জলিল, মোশাররফ হোসেন মুক্তা, আবু বকর সিদ্দিক, শাজাহান আলীসহ আরও অনেকে।
বক্তারা তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি রেট সিডিউল বৃদ্ধি বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিদ্যুৎ লাইনের কাজ পরিচালনা করতে গিয়ে বারবার লোকসানের মুখে পড়তে হচ্ছে।
মানববন্ধন শেষে উপস্থিত ঠিকাদাররা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারের কাছে তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।