Pirojpur Correspondent:
পিরোজপুরের কাউখালীর বাশুরী খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে কাউখালী থানা পুলিশ ও ফায়ারসার্ভিস নবজাতকের লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাশুরী খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর থানা পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় আনুমানিক ১ দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করে। সন্ধ্যায় লাশটি কাউখালী হিজবুল্লাহ সমাজ কল্যাণ কাফেলার সদস্যরা হাসপাতাল সংলগ্ন গোরস্থানে দাফন করে।
কাউখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার বিকেলে বাশুরী খালে ভাসমান অবস্থায় আনুমানিক ১ দিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই নবজাতকটিকে কেউ পানিতে ফেলে দিয়ে থাকতে পারে। এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সন্ধ্যায় লাশটি কাউখালী গোরস্থানে দাফন করা হয়েছে।
Message sender
Syed Bashir Ahmed