Representative of Bidhan Mandal (Faridpur):
ফরিদপুরের সালথা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খায়ের আহমেদ, সালথা থানার ওসি তদন্ত কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সকলের প্রতি তিনি আহ্বান জানান।