Mohammad Masud Majumder:
কুমিল্লার বরুড়ায় গ্যাসের বোতল বোঝাইকৃত পিক-আপ উল্টে পুকুরে গোসল করা অবস্থায় ২ জন আহত নিহত ১ জন।
বুধবার দুপুরে বরুড়া ঝলম রোডস্থ পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া সমাজের মসজিদের পুকুরে গ্যাসের বোতল বোঝাইকৃত পিক-আপ উল্টে পুকুরে পড়ে যায়। ওই সময় পুকুরে গোছল করা অবস্থায় তিনজন শিশু পিক-আপের নিচে চাপা পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরুড়া গ্রামের মোঃ ফারুক হোসেন এর ছেলে জিসান নামের একটি শিশুকে মৃত ঘোষণা করে। বাকি দুইজন চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় গ্যাসের বোতল বোঝাইকৃত পিক-আপটি পশ্চিম দিক থেকে পুর্বদিকে বাজারে প্রবেশের পথে অপর পাশে গাড়ি সাইড দিতে গিয়ে অসাবধানতার কারনে রাস্তার ছেড়ে পুকুর পাড় চলে আসলে বোতল বোঝাইকৃত হওয়ায় পিক-আপটি উল্টে পুকুরে পরে যায়। এসময় ড্রাইভার ও হেলপার লাফিয়ে পরে প্রাণে বেঁচে যায়। ঘটানাস্থলে উপস্থিত হয়ে বরুড়া ফায়ার সার্ভিসের টিম গাড়ি সহ সিলিন্ডার উদ্ধার করে।