Md. Monir Hossain Sohel, Chatkhil Correspondent:
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে গভীর রাতে চোরের ছুরিকাঘাতে তাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তাহেরা বেগম মুন্সি বাড়ির বাসিন্দা ও প্রয়াত ব্যবসায়ী আব্দুল মতিনের স্ত্রী। তিনি খিলপাড়া বাজারের বর্তমান ব্যবসায়ী তারেক বিন ইসলামের মা।
নিহতের পরিবারের ধারণা, রাতে চুরির উদ্দেশ্যে একজন চোর ঘরে প্রবেশ করে। তাহেরা বেগম তাহাজ্জুদের নামাজের জন্য ওজু করতে উঠে চোরকে দেখে ফেললে, চোর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি ছেলে তারেকের রুমের সামনে গিয়ে চিৎকার করলে, তারেক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চোর ঘরে ঢোকার জন্য রান্নাঘরের এডজাস্ট ফ্যান খুলে প্রবেশ করেছিল। তবে ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে চোর ধরা পড়ে যাওয়ার ভয়ে তাহেরা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনগণের মাঝে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে।