ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনসিপি ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল পাঁচটায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম মান্না, জুবায়ের হাওলাদার, ওমর ফারুক, নাজমুল হাসান টিটু, মাসুম বিল্লাহ, সাইয়ান, আজাদ রহমান ও রাইয়ান বিন কামাল প্রমুখ।
বক্তারা অবিলম্বে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এই হামলা শুধু একজন নেতার ওপর নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সরাসরি আঘাত। প্রধান উপদেষ্টার প্রতি দাবি করে আরো বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।
S. M. Parvez