জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও ছাত্রী হোস্টেলসহ অন্যান্য বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কাজ দ্রুত স্থাপন করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে সচেতন সুনামগঞ্জবাসী।
শনিবার বিকাল সাড়ে ৩টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির।
সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আপন মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লবের সভাপতি আবদুল ওয়াহিদ, আবদুল মজিদ কলেজের প্রভাষক জাকার আলী, ব্যবসায়ী আবদুল লতিফ, রায়হান আহমদ, পাড়ারগাঁও হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সুলেমান কবির, শান্তিগঞ্জ উদীচীর সভাপতি শ্যামল দে, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার, সমাজকর্মী আলী আহমদ বেলাল ও শাহ নূর সুলতান।
বক্তব্যে বক্তারা বলেন, ২৩ এপ্রিল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছাত্রী হোস্টেল নিয়ে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও বানোয়াট। অতিদ্রুত মিথ্যা এ বক্তব্য প্রত্যাহারের জোর দাবি করা হয়েছে মানববন্ধন থেকে। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন দ্রুত শুরু করারও দাবি করেন মানববন্ধনকারীরা।
এসময় সংবাদকর্মী জামিউল ইসলাম তুরান, স্বাস্থ্য কর্মকর্তা সুজন দেবনাথ, আলাল হোসেন, আবদুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, দোলন দেবনাথ, বাউল লালশাহ্, সংবাদকর্মী তোফায়েল আহমদ ও সুলেমান আহমদ কামরানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।