রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ইটনায় উপজেলায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। গতকাল(২১ এপ্রিল) সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহতের নাম মোঃ মোকারিম মিয়া। সে চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামের ফারুক মিয়ার ছেলে। ঘটনার পর তাঁর চাচা বাবুল মিয়া পলাতক।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাড়ির উঠানে বাবুল মিয়া ও তাঁর ভাতিজা মোকারিমের মধ্যে হাওরে মাছ ধরা নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুরি নিয়ে মোকারিমকে আঘাত করেন বাবুল মিয়া। এ সময় গুরুতর আহত হন মোকারিম। আহত অবস্থায় মোকারিমকে স্বজনেরা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের আরেক চাচা মো. হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে সামান্য ঝগড়া হয়েছিল। হঠাৎ করেই বাবুল আর মনির ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। আমি মাঝখানে পড়ে রক্ষা করতে গিয়ে আহত হই। হত্যাকারী যে হোক আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন মর্মান্তিক মৃত্যু খুবই দুঃখজনক। এসময় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
খবর পেয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল গতকাল দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থলে যান। ওসি বলেন, মাছ ধরা নিয়ে চাচা-ভাতিজার মাঝে ঝগড়ার সময়ে ছুরিকাঘাতে মোকারিম মারা গেছেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।