মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী তালুকদার তার বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব ও মানববন্ধনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। তিনি অভিযোগ করেন, অনাস্থার প্রস্তাবে ভুয়া ও ভুল বুঝিয়ে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে এবং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
বুধবার দুপুরে উপজেলার রূপনগর বাজারে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান নুর নবী তালুকদার লিখিত বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর থেকেই নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। অথচ পরিষদের একটি স্বার্থান্বেষী মহল চেয়ারম্যান পদ দখলের আশায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৭ সদস্যের স্বাক্ষরসহ একটি অনাস্থার প্রস্তাব জমা দেয় এবং মহিষখলা বাজারে মানববন্ধন করে।”
তিনি আরও জানান, অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী কয়েকজন ইতিমধ্যেই স্বাক্ষরের সত্যতা অস্বীকার করেছেন। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান বলেন, “আমাকে অন্য একটি মিটিংয়ের কথা বলে স্বাক্ষর নেওয়া হয়েছিল। আমি অনাস্থার বিষয়ে কিছুই জানতাম না।” তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন বলেও জানান।
চেয়ারম্যান দাবি করেন, “এই অনাস্থা প্রস্তাবের সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন সংরক্ষিত সদস্যকে ‘পলাতক’ বলা হলেও তিনি পরিষদের নিয়মিত কাজ এবং মাসিক সভায় অংশগ্রহণ করছেন। প্রকল্পে অনিয়মের অভিযোগও ভিত্তিহীন, কারণ সেই প্রকল্পগুলোর সভাপতি ছিলেন স্বয়ং অভিযোগকারীরা।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান, ৭নং ওয়ার্ডের সদস্য মো. হেলাল উদ্দিন, সংরক্ষিত সদস্য হোসনে আরা, পারুল আক্তার ও রাশিদা খাতুন। এছাড়া, এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
শেষে চেয়ারম্যান বলেন, “আমার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”