Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়ায় এক রাতে চুরি হয়েছে ৫টি গরু। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে স্থানীয় মুদি দোকানি আতা শাহ ভোলার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালার কড়া কেটে গরুগুলো নিয়ে যায়। রাতে হালকা বৃষ্টি থাকায় কেউ টের পায়নি। সকালে উঠেই পরিবারের লোকজন দেখতে পান দরজা খোলা ও গোয়ালঘর ফাঁকা।
চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে দাবি করেন গরুর মালিক।
বাড়ির সামনের রাস্তায় পিকআপ ভ্যানের চাকার দাগও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে চোরেরা পিকআপে গরুগুলো তুলে নিয়ে গেছে।
এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, চোর চক্র ততই সক্রিয় হয়ে উঠেছে। গত এক মাসে শুধু এই এলাকায় ১০টির মতো গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, “আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তবে খোঁজখবর নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”