Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। শহরের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর এই আয়োজন করা হয়।
এতে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। দোয়া পূর্ব আলোচনায় শোক বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিনি নিহত কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্যান্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতসহ শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। তিনি নিহতদের শহীদ হিসেবে জান্নাতের উন্নত মাকাম প্রদান ও আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য্য ধারণের তাওফিক দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। এসময় উপস্থিত সকলে অশ্রু সজল চোখে আমিন আমিন বলে মর্ম বেদনা প্রকাশ করেন। সেই সাথে এই ধরনের দূর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষার আবেদন জানান।
অনাকাঙ্ক্ষিত এই মর্মান্তিক ঘটনায় সরকার দেশব্যাপী আজ শোক দিবস ঘোষণা করায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তারপরও শহরের ইন্টারন্যাশনাল স্কুলসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের দোয়ার আয়োজন করা হয়। এতে একইভাবে দোয়া করে শিক্ষার্থী ও শিক্ষক।