উৎফল বড়ুয়া, সিলেট:
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) সামনে রেখে সিলেটের মিডিয়া অঙ্গনে বইছে উৎসবের আমেজ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
আগামী ১৭ মে শনিবার, নগরীর লামাবাজারস্থ লাবিস্তায় আয়োজিত সাধারণ সভা শেষে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন সিলেট প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ—ইকরামুল কবির, মঈন উদ্দিন, মুহাম্মদ সিরাজুল ইসলাম ও নাসির উদ্দিন।
এবারের নির্বাচনে ৮টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন:
- সহ-সাধারণ সম্পাদক: এসএম রফিকুল ইসলাম সুজন
- প্রচার ও প্রকাশনা সম্পাদক: আনোয়ার হোসেন
- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: রেজা রুবেল
- নির্বাহী সদস্য: আজমল আলী
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোতে প্রার্থীরা হলেন:
- সভাপতি পদে: মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল
- সহ-সভাপতি পদে: শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ
- সাধারণ সম্পাদক পদে: আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও মো. নুরুল ইসলাম
- কোষাধ্যক্ষ পদে: মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ
নির্বাচনকে কেন্দ্র করে মধুবন মার্কেটের ফটো জার্নালিস্ট এসোসিয়েশন অফিস এবং জিন্দাবাজারের অনন্যা নেটে প্রতিদিনই মিলনমেলায় পরিণত হয়েছে সাংবাদিকদের আড্ডাস্থল। চায়ের কাপ হাতে আলোচনা, হাস্যরস এবং ছবি তোলার দৃশ্য এখন নিত্যদিনের চিত্র।
প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন, দোয়া চাইছেন, সমর্থন আদায়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটাররাও পছন্দের প্রার্থীকে জেতাতে কাজ করছেন নিরলসভাবে।
মিডিয়া অঙ্গনে বিরাজমান এ প্রাণচাঞ্চল্য ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
4o