শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীতে জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লব, বিভ্রান্তি ও পথচলা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্র চিন্তক ডা. জাহেদ উর রহমান।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই সংহতি, নোয়াখালীর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী এস এ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আলোচনা সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদ ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া।
নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশসহ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার ও ড. আবদুল কাইয়ুম মাসুদ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও সমন্বয়ক হাসিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একটি দল জুলাই গণঅভ্যুত্থানের একক দাবিদার হতে চায়। অথচ বিগত ১৬ বছর ধরে এই অভ্যুত্থানের নেপথ্যে অবদান রেখেছিলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এতে বেশ কিছু নেতাকর্মী শহীদ হন। বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনকে বিক্রি করে একটা পার্টি চলতে চায়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু এনসিপি নামক রাজনৈতিক দল গঠন হওয়ার পর তা ম্লান হয়ে গেছে। সমন্বয়ক নামের মহৎ একটি শব্দ মানুষ আজ শুনতে পারেনা। এটাকে ঘৃণার চোখে দেখা হয় এখন। বক্তারা আরো বলেন, নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে। দেশকে আফগানিস্তান বানানোর পাঁয়তারা চলছে। দেশের স্থিতিশীল অবস্থা ও আইনশৃঙ্খলার উন্নতিতে খুব শীঘ্রই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হওয়া জরুরী বলে মনে করছেন তারা।’