নিজস্ব প্রতিবেদক, পাবনা:
জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন পাবনার কৃতি সন্তান, কথা সাহিত্যিক ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ।
পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের বাসিন্দা মুহাম্মাদ আসাদুল্লাহ জাতীয় পর্যায়ে একজন কবি, গল্পকার, উপন্যাসিক ও বিশ্লেষণধর্মী লেখক হিসেবে সুপরিচিত। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে তাঁর ধারালো লেখনী আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছে। শুধু লেখনীতে নয়, তিনি সরাসরি সায়েন্সল্যাব, শাহবাগ, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনে অংশ নেন।
দীর্ঘদিন ধরে তিনি ফ্যাসিবাদবিরোধী লেখালেখি ও সামাজিক-রাজনৈতিক অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত।
রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করে আসাদুল্লাহ বলেন:
“শৈশব থেকেই রাজনীতি সচেতন ছিলাম। তবে কখনো ভাবিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হবো। কিন্তু আগস্টে ঘটে যাওয়া বাস্তবতা চোখের সামনে দেখে মনে হলো—আর দূরে থাকা যাবে না। তখনই মনে হলো, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যই এখনই এগিয়ে আসা দরকার।”
He also said,
“বিশ্ব ইতিহাস বলছে, সব বড় পরিবর্তনের নেতৃত্ব এসেছে তরুণদের হাত ধরে। আমি সেই দায়িত্বই পালন করতে চাই। পাবনাবাসীর দোয়া ও পাশে থাকার প্রত্যাশা করি।”
গত ১৬ মে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় যুবশক্তি-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুহাম্মাদ আসাদুল্লাহ মূল আয়োজক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক বছরের জন্য জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব হন ডা. জাহিদুল ইসলাম। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পান ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
১৩৪ সদস্যের এই কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন:
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: তুহিন মাহমুদ
- সিনিয়র যুগ্ম সদস্য সচিব: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), নাহিদা বুশরা
- মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক: খালেদ মাহমুদ মুস্তাফা
- সিনিয়র সংগঠক: ইয়াসিন আরাফাত
- যুগ্ম আহ্বায়ক: প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মো. নেসার উদ্দিন, মো. গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আইশা আহমেদ, হিফজুর রহমান বকুল, মো. মারুফ আল হামিদ, মুহাম্মাদ আসাদুল্লাহ
- যুগ্ম সদস্য সচিব: নিশাত আহমেদ, রাদিথ বিন জামান, মো. ইনজামুল হক, শাওন মাহফুজ, নীলা আফরোজ, মাহমুদা সুলতানা রিমি প্রমুখ
- সংগঠক পদে ১০৩ জন তরুণ নেতা
প্রসঙ্গত, মুহাম্মাদ আসাদুল্লাহ গত ১৫ বছর ধরে জাতীয় পত্রিকায় লেখালেখি করছেন। এখন পর্যন্ত তাঁর ৭টি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে গল্প, কবিতা, উপন্যাস ও রাজনৈতিক প্রবন্ধ সংকলন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে যুবশক্তির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক তারিকুল ইসলাম, যেখানে বলা হয়—
“জাতীয় যুবশক্তি হলো জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা। এই সংগঠনের মূল দাবি—নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র।”