নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রোববার (১১ মে) রাতে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলার নবম দিনের বিশেষ সাংস্কৃতিক আয়োজন। বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘এডুকো’র যৌথ বাস্তবায়নে “গেমচেঞ্জার” প্রকল্পের আওতায় সংগীত বিদ্যালয়ের ২৮ জন সুবিধাবঞ্চিত স্পন্সর শিশু সংগীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইএসডিও’র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর নির্মল মজুমদার, এডুকো বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ মোতাহার হোসেন, রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার বশাক, ইএসডিও-এডুকো ফান্ডের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম ও থ্রাইভ প্রজেক্ট অফিসার মোঃ খায়রুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব প্রতিনিধি মোঃ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্পোর্টস মোবিলাইজার জ্যোতিময়ী রায়, সংগীত শিক্ষক শিবু বসাক, নৃত্য শিক্ষক দিপা রায় এবং অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা প্রকাশ ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। স্থানীয়রা এই আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।