Paikgachha Representative:
পাইকগাছায় মানববন্ধনের নামে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচার এবং এক ঘের ব্যবসায়ীর বিতর্কিত প্রেস ব্রিফিংয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার দলীয় অস্থায়ী কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির নেতা তুষার কান্তি মন্ডল।
সংবাদ সম্মেলনে তুষার কান্তি মন্ডল জানান, লতা ইউনিয়নের নড়া-১ নামের একটি বদ্ধ নদী দীর্ঘ ২৪ বছর ধরে উন্মুক্ত রয়েছে এবং তা জনসাধারণের ব্যবহারের জন্যই বরাদ্দ। অথচ স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রকাশ চন্দ্র বিশ্বাস বিগত ১৭ বছর ধরে জোর করে নদীটি দখল করে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের পরও ওই নদী দখলে রেখে একজন গডফাদার ও দুইজন সন্ত্রাসী সেখানে অবৈধ চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। যারা নিজেদের বিএনপি পরিচয় দিচ্ছে, প্রকৃতপক্ষে তারা ফ্যাসিস্ট আওয়ামী চক্রের দোসর।
তুষার কান্তি মন্ডল অভিযোগ করেন, সম্প্রতি রেখামারী ও কাঠামারী বাজার এলাকায় যে মানববন্ধন অনুষ্ঠিত হয়, সেখানে বিএনপি নেতাদের নাম জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে।
তিনি বলেন, গত ৯ মে ঘের ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও তার স্ত্রী একটি প্রেস ব্রিফিং করেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা সম্পূর্ণ সাজানো এবং চাপ সৃষ্টি করে করানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেন তুষার।
তিনি আরও অভিযোগ করেন, লতা পুতলাখালী এলাকার ৬৮ বিঘা জমি, যা এক সাবেক মন্ত্রী ও এমপির মালিকানাধীন, তা বর্তমানে জেলা গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাজু বাহিনীর গডফাদার দখল করে ঘের পরিচালনা করছেন। এমনকি মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি বাবর আলীর ঘেরও তার বাহিনী দখল করে নিয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তুষার কান্তি মন্ডল এসব অপপ্রচার ও দখলবাজির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের সঠিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।