পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোরশেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভিত্তিহীন, বানোয়াট ও এডিট করা ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলা অনলাইন প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মুনজুর মোরশেদ বলেন, “আমি ২০১১ সালের ৪ ডিসেম্বর কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করি এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর কলেজের মূল অধ্যক্ষ পলাতক থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বভার গ্রহণ করি। সরকারি নির্দেশ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেন এবং সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও প্রশাসনের উপস্থিতিতে আমাকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত হয়।”
তিনি অভিযোগ করে বলেন, “দুই-চারজন স্বার্থান্বেষী শিক্ষক যারা নিয়মবহির্ভূতভাবে অধ্যক্ষের পদ দখল করতে চায়, তারা কৃত্রিমভাবে এডিট করা ভিডিওতে আমার ছবি বসিয়ে অন্যের অডিও যুক্ত করেছে, যাতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং আমাকে পদচ্যুত করা যায়।”
অধ্যক্ষ মুনজুর মোরশেদ দাবি করেন, ভিডিওতে ব্যবহৃত অডিও ক্লিপটি সম্পূর্ণরূপে এডিট করা এবং বিভ্রান্তিকর। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, “এই ভিডিও ষড়যন্ত্রমূলক, প্রতিহিংসা প্ররোচিত এবং আমার সম্মানহানির অপচেষ্টা মাত্র।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকেরা সমাজের দর্পণ। তাই অনুরোধ করবো—সত্য যাচাই করে, তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে সংবাদ পরিবেশন করুন, যেন কোনো নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন।”
এ বিষয়ে অভিযুক্ত কোনো পক্ষের মন্তব্য পাওয়া যায়নি।